chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফুটবলে নতুন লজ্জায় পড়লো বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ নিচের পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। নতুন লজ্জায় ডুবলো সালাহউদ্দীনের উত্তরসূরীরা।

আজ মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৬০ মিনিটে পেনাল্টি থেকে সিরিজে সমতাসূচক গোলটি করেছে সফরকারী দলটি। গোলদাতা ম্যানচিয়েন। সিশেলসের জন্য বিশাল এক জয় এবং বাংলাদেশের ফুটবলের লজ্জা।

প্রথম দেখায় এই সিলেটেই তারিক কাজীর গোলে সেশেলসকে হারিয়েছিল বাংলাদেশ। তবে আজ স্বাগতিক দর্শকদের হতাশ করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

অধিনায়ক জামাল ভূঁইয়া মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। তিনি নামতেই কয়েকটি ফ্রি কিক এবং কর্নারে গোলের উৎস রচনা হয়েছিল। তবে ফিনিশিং দুর্বলতায় সেটা আর গোল হয়নি।

নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে এই ম্যাচেও দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছেন। একটি দুর্দান্ত শট নিয়েছিলেন যা অল্পের জন্য গোল মিস হয়। আরেকটি গোলের সুযোগ নষ্ট করেছেন। ফলে ম্যাচে আর ফেরা হয়নি বাংলাদেশ।

তবে ম্যাচের ৭৫ মিনিটে তপু বর্মণের বাড়ানো বল সেশেলসের ডিফেন্ডারের হাতে লেগেছিল। রেফারি পেনাল্টির বাঁশি না বাজানোয় বাংলাদেশের ফুটবলাররা তখন ভুটানের রেফারিকে ঘিরে ধরেন। ম্যাচ হারের পর ওই ঘটনা তাই বড় আকার ধারন করে। দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। হাতাহাতিও হয়।

মার্চে এই প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল সৌদি আরবে অনুশীলন করেছে। দেশটিতে খেলেছে দুটি অনুশীলন ম্যাচও। এত প্রস্তুতির পর সিশেলসের মতো প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হার এবং সিরিজ ড্র।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর