chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাত মাসে কমেছে মোবাইল কোম্পানিগুলো ইন্টারনেট গ্রাহক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ওয়াইফাইয়ের সহজলভ্যতা কমিয়েছে গ্রাহক। যদিও ওয়াইফাই সংযোগ দেয়া সংগঠন বলছে, সংযোগের যন্ত্রাংশের দাম বাড়ায় আশানুরূপ বাড়েনি ওয়াইফাই গ্রাহক।গত সাত মাসে মোবাইল কোম্পানিগুলো ইন্টারনেট গ্রাহক হারিয়েছে প্রায় ৩৩ লাখ। প্রযুক্তি বিশ্নেষকরা বলছেন, প্রযু্ক্তি পণ্য যেন দেশেও উৎপাদন করা যায় সেদিকে নজর দেয়া জরুরি।

ওয়াইফাই সংযোগের খরচ কম হওয়ায় কমছে মোবাইল ডাটা ব্যবহারের মাত্রা। গত সাত মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমেছে প্রায় ৩৩ লাখের বেশি।

বিটিআরসির তথ্য বলছে, গত বছরের জুলাই মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ছিল ১১ কোটি ৬৪ লাখ, তা কমে চলতি বছরের ফেব্রুয়ারিতে এসেছে ১১ কোটি ৩১ লাখে।

আরও পড়ুন

এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ সামলাতে অনেকেই কাটছাঁট করছেন ইন্টারনেট ব্যবহারে। এখন ঘরের বাইরে ব্যবহারের জন্য আর ডাটা কিনছেন না। এছাড়া মোবাইল কোম্পানির ইন্টারনেট সেবা রিয়ে আছে নানা অভিযোগও।

গত সাত মাসে ওয়াইফাই সংযোগ বেড়েছে প্রায় সাড়ে ৭ লাখ। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বলছে, এলসি জটিলতা কিছুটা কমলেও বৈশ্বিক বাজারে রাউটার, ওএনইউ, সংযোগ ক্যাবলের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি।

এদিকে, গ্রাহক ফেরাতে ইন্টারনেটের দাম কমানোর কথা ভাবছে মোবাইল কোম্পানিগুলো। একইসঙ্গে বিল আদায়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হবার কথাও চিন্তাভাবনায় আছে।

প্রযু্ক্তি বিশ্লেষকরা বলছেন, স্মার্ট বাংলাদেশের জন্য প্রযু্ক্তি পণ্য দেশে উৎপাদনে পদক্ষেপ নেয়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়ানোর জরুরি। বাংলাদেশে মোট জনসংখ্যার ৬৫ ভাগের ওপর ইন্টারনেট ব্যবহারকারী।

এই বিভাগের আরও খবর