chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০২০ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহন আজ

২০২০ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে শুক্রবার (৫ জুন)। এর আগে জানুয়ারিতে হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। প্রথম গ্রহণটির মতো এটিও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।

এবারের গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট।বাংলাদেশ সময় ১১টা ৪৫ মিনিটে এই গ্রহণ শুরু হবে। শেষ হবে ৬ জুন বাংলাদেশ সময় ৩.০৪ মিনিটে। বাংলাদেশ ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিশেষ কিছু এলাকা, ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে।

চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে penumbral lunar eclipse। সাধারণভাবে জুন মাসের চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। তাই এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে স্ট্রবেরি penumbral lunar eclipse।

যেভাবে দেখবেন:

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্রভাবে ধরা পড়বে।