chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালী: প্রতীক পেলেন তিন প্রার্থী

উপজেলা পরিষদ উপনির্বাচন

বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার জন্য প্রতীক পেয়েছেন তিন প্রার্থী। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান আনারস ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এর আগের দিন সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

বাকি তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম মারা যাওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ি ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্ধ ও আগামী ১৬ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর