chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্ষণের অভিযোগে প্রযোজককে ১৬ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে করা একটি মামলায় হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে সোমবার দোষী সাব্যস্ত করেছে লস অ্যাঞ্জেলসের একটি আদালত। এই অপরাধে ২৮ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে এই শাস্তি দেয়া হয়।

জেলা আদালতের অ্যাটর্নি জেনারেল জানায়, ২০১৩ সালে দুই নারীকে যৌন হয়রানির ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই বছর ১৮ ফেব্রুয়ারি তিনি হোটেল রুমে জোর করে এক নারীকে ধর্ষণ করেন। এর একদিন পর হোটেলে আরেক নারীকে যৌন হয়রানি করেন এই প্রযোজক।

হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ২০১৭ সালে। হলিউডের জনপ্রিয় নায়িকাসহ প্রায় ৪০ জন নারী হার্ভে ওয়েনস্টেইনের যৌন হেনস্তার ব্যাপারে মুখ খুলেছেন। এদের মধ্যে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যালট্রো, অ্যাশলে জুড, কারা ডালাভিনেন, কেট বেকিনসেল, লি সিডু, হিথার গ্রাহাম, লুপিতা নিয়োঙ্গো। এমনকি ভারতীয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনও রয়েছেন সে তালিকায়।

এদিকে একের পর এক অভিযোগ উঠায় সম্প্রতি হার্ভে এক বিবৃতিতে বলেছেন, অতীতের ভুল শুধরে তিনি নিজেকে পরিবর্তনের চেষ্টা করবেন। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলেও কথা দেন।

 

এই বিভাগের আরও খবর