chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ফলে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো।

এদিন কারাগারে আটক ইভ্যালির এমডি রাসেলকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।

আদালত তার আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে আদালত ইভ্যালির এমডি রাসেলের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন এক গ্রাহক। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর