chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একদিনে ডেঙ্গুতে জোড়া মৃত্যু,আক্রান্ত ৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর এখন পর্যন্ত ২৭৬ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৯ জন ঢাকার বাসিন্দা। ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ৫০১ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৯৭ জন। বাকি ২০৪ জন ঢাকার বাইরের।

উল্লেখ্য, গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর গত ৩ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৬১ হাজার ৯৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ১৯৫ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর