chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিশুর কান্নার শব্দে ঘরে এসে দেখেন ফাঁসিতে ঝুলছিল মা

তিন মাস বয়সী এক শিশু সন্তানের কান্না শুনে প্রতিবেশীরা এসে তার মায়ের খোঁজ করছিলেন। শিশুর আশে পাশে না পেয়ে বাড়ির দোতলার পরিত্যক্ত একটি ঘরে দেখা মেলে।

তবে জীবিত নয়, গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাঁসিতে ঝুলছিল মা তানজু আকতার (১৯)। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে তারা মরদেহ উদ্ধার করে।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তানজু আকতার ওই এলাকার হাজী ইয়াকুব আলী চৌকিদার বাড়ির প্রবাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী।

তিন মাসের ছেলে সন্তানকে নিচের তলায় রেখে দ্বিতীয় তলায় উঠে তানজু বেগম কেন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল তার সঠিক কোন কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, তানজু আকতার মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তথ্য নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বললেন ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর