chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেআইনিভাবে নেপালে প্রবেশ করছে ভারত: প্রধানমন্ত্রী

বিতর্কিত তিন এলাকাকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখিয়ে নেপালের নয়া মানচিত্র ভারতের সঙ্গে প্রবল কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। নেপালের এই মানচিত্র প্রকাশ নিয়ে কাঠমাণ্ডু-নয়াদিল্লি চাপানউতোর চলছেই। তার মধ্যেই করোনা সংক্রমণ নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ জানিয়ে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি।

নেপালে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ভারতই দায়ী- সম্প্রতি এমন অভিযোগ জানিয়েছিলেন তিনি। গতকাল সোমবার তিনি বলেন, ভারত থেকে যারা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে নেপালে ঢুকছে, তারাই সঙ্গে করে ভাইরাস বয়ে আনছে। শুধু তাই নয়, সীমান্তে কোনোরকম চেকিং ছাড়াই ভারতীয়দের দেশে ঢুকতে দেওয়া হচ্ছে। কিছু স্থানীয় প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের ইন্ধনেই ভারত থেকে ঠিক মতো পরীক্ষা ছাড়াই নেপালে লোক ঢুকে পড়ছে।

তার বক্তব্য, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে নেপালেই করোনার সংক্রমণ কম ছিল। কিন্তু ইদানীং দেশে ভাইরাস সংক্রামিতের সংখ্যা বাড়ছে। কারণ ভারত থেকে কোনোরকম পরীক্ষা ছাড়াই বেআইনিভাবে দেশে লোক ঢুকছে।

নেপালে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৮২ জনের। মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছেন ১১২ জন।

এই বিভাগের আরও খবর