chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়ি জেলায় বেড়েছে শীতজনিত রোগ ,হাসপাতালে দ্বিগুণ রোগী

শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৪০-৫০ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, যা শিশু ওয়ার্ডের ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। ফলে মেঝে ও রুমে পাতা হয়েছে অস্থায়ী বেড। শিশুরা হঠাৎ করে অসুস্থ হওয়ায় দিশেহারা অভিভাবকরা।

জানা গেছে, ১০০ শয্যার রাঙামাটি জেনারেল হাসপাতালে এক সপ্তাহ ধরে বাড়ছে রোগীর চাপ। জেনারেল ওয়ার্ডে অতিরিক্ত রোগীর কারণে দেখা দিয়েছে আসনসংকট। ফলে হাসপাতালের মেঝেই দেয়া হচ্ছে চিকিৎসা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুলিয়া ভিকারুন জানান, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে বেশি শিশু ভর্তি হচ্ছে।

বাড়তি রোগীর চাপ থাকলেও আতঙ্কের কিছু নেই বলে জানান রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর।

তিনি বলেন, হাসপাতালে আসনের চেয়েও তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। মেঝেও আসন দিতে হচ্ছে।

গত এক সপ্তাহে সাড়ে ৪শ শিশু সুস্থ হয়ে বাসায় ফিরেছে; বর্তমানে ভর্তি আছে ৬০ জন।

এই বিভাগের আরও খবর