chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার নামই সুফি দর্শন’

জাতীয় সুফি সম্মেলন ২০২২-এর বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করে সকল ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানই সুফিবাদের মূল দর্শন। পরিভাষায় একে তাওহিদে আয়ান বলা হয়। আজকের সঙ্ঘাতময় বিশ্ব পরিস্থিতিতে তাওহিদে আয়ান একান্ত প্রয়োজন।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্ট-এর সার্বিক ব্যবস্থাপনায় ও মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সপ্তম জাতীয় সুফি সম্মেলন ২০২২-এর সমাপনী দিবসে বক্তারা এসব কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এ দ্বিতীয় দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসের প্রথম ‘সেশন চেয়ার’ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম শামীম। দ্বিতীয় একাডেমিক ‘সেশন চেয়ার’ ছিলেন সাদার্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রো-ভিসি প্রফেসর এম মহি উদ্দিন চৌধুরী।

সূত্রে আরো জানা যায়, দু’টি সেশনে মোট নয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। ‘মাওলানা রুমি ও তার প্রেমদর্শন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফেজ মোহাম্মাদ নুর হোসাইন, ‘সামাজিক শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সুফিদর্শন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ‘সুফিবাদ ও ভারতীয় উপমহাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মাদ আশিকুর রহমান চৌধুরী, ‘তাওহীদে আদইয়ান : একক সৃষ্টিকর্তায় বিশ্বাসীগণের ঐক্যের অনন্য তত্ত্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক আবদুল্লাহ মোহাম্মাদ ইকবাল, ‘সুফিবাদ : বর্তমান বৈশ্বিক সঙ্কট নিরসনে সুফি দর্শনের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মো: আসাদুজ্জামান।

এছাড়াও ‘উপমহাদেশে শান্তি-সম্প্রীতি সুরক্ষায় দরবেশদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস কে এম আজিজুল ইসলাম, ‘বহুত্ববাদী সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় সুফি খান বাহাদুর আহছান উল্লার প্রাসঙ্গিকতা : একটি দার্শনিক পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: একরাম হোসেন, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সুফিবাদ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আল্লামা সৈয়দ মাসুম কামাল আল আজহারী, ‘দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত সুফি সাধক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মোহাম্মাদ মহিউল হক।

এ সময় বক্তারা সঙ্ঘাতমুক্ত শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সমাপনী সেশনে সুফি তাত্ত্বিক গবেষক ড. সেলিম জাহাঙ্গীর উপস্থাপন করেন ‘মাইজভান্ডারী গানে খোদাপ্রেম : একটি অন্বিষ্ট পর্যবেক্ষণ’।

এ সেশনে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরওয়ার।

প্রফেসর সিকান্দার খান বলেন, সুফিরা নিজের স্বার্থ বড় করে না দেখে নিঃস্বার্থভাবে পরোপকার করার শিক্ষা দিয়েছেন।

এরপর মাইজভান্ডারী একাডেমির সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় ‘সুফি সংগীত’ পরিবেশন করেন ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীরা।

সবশেষে ৭ম জাতীয় সুফি সম্মেলন ২০২২ উদযাপন পর্ষদ আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মাদ হেলাল উদ্দীন সমাপনী ভাষণ ও ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর-এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সুফি সম্মেলন সমাপ্ত হয়।