chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদ্যুতের ব্যবহার কমাতে বিদেশ যাওয়ার পরামর্শ ইউক্রেনীয় কর্মকর্তার

ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ কম্পানির প্রধান বলেছেন, দেশের বিদ্যুৎ নেটওয়ার্কের ওপর চাপ কমাতে লোকজন আপাতত বিদেশে যাওয়ার কথা বিবেচনা করতে পারে।

ডিটিইকে নামের কম্পানিটির প্রধান নির্বাহী ম্যাক্সিম তিমচেঙ্কো বিবিসিকে বলেন, ‘যদি তারা আর তিন বা চার মাস থাকার জন্য একটি বিকল্প জায়গা পান, তাহলে তা বিদ্যুৎব্যবস্থার জন্য খুব সহায়ক হবে। ’

ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সাম্প্রতিক ঢেউ ইউক্রেনের প্রায় অর্ধেক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে বিকল করে দিয়েছে।

শীতের জন্য তাপমাত্রা কমে যাওয়ায় লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে কষ্টের মধ্যে পড়েছে।

নির্ধারিত এবং অনির্ধারিত উভয় ধরনের লোডশেডিং ইউক্রেনের অনেক অংশেই সাধারণ বিষয় হয়ে উঠেছে। কারণ রাশিয়া সম্প্রতি জ্বালানি অবকাঠামোগুলোতে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এই সপ্তাহের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইঙ্গিত দিয়েছিলেন, বিদ্যুৎকেন্দ্রে হামলাগুলো রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের অস্বীকৃতির ‘পরিণাম’। সূত্র : বিবিসি