chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কারো কাছে কিছু প্রমাণ করার নেই : হার্দিক

সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপ মিশনের পরেই দলে পরিবর্তনের ডাক উঠেছে। নিউজ়িল্যান্ডের বিপক্ষে সিরিজ় শুরু হওয়ার আগে সে দিকে ইঙ্গিত দিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পাণ্ডে। এই অলরাউন্ডার জানান, ২০২৪ সালে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।

 

বিশ্বকাপে ভারতের ব্যর্থতার প্রসঙ্গে হার্দিক বলেন, ‘বিশ্বকাপের পর সবাই যে হতাশ সেটা জানি। কিন্তু আমরা পেশাদার। তাই কাটিয়ে উঠতেই হবে। যেভাবে সাফল্যকে মাথায় চড়তে দিই না, সেভাবেই ব্যর্থতাকেও মনে রাখি না। ভুল শুধরে ভালোভাবে ফিরে আসতে চাই। ’

বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পরেই তীব্র আক্রমণ করেছিলেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন। সে ব্যাপারে হার্দিক বলেন, ‘কারো কাছে কিছু প্রমাণ করার নেই। খারাপ খেললে লোকে সমালোচনা করবেই। সেটা আমরা সমীহ করি। ’