chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বৈধ গ্যাস সংযোগের দাবি জানিয়ে সড়কে বিক্ষোভ করেন তারা।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকতারা সিএনজি ফিলিং স্টেশনের সামনে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।

এতে মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এলে তিতাস কর্মকর্তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে সংযোগের বৈধতা দেওয়ার দাবি জানান এলাকাবাসী। এ সময় কর্মকর্তারা গ্যাস সংযোগের বৈধতা দেওয়ার প্রশ্নে তিতাসের কিছু করণীয় নেই বলে জানালে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

পরে পিরোজপুরের জৈনপুর ও ছয়শাহ গ্রামের লোকজন জড়ো হতে থাকেন। দুই গ্রামের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। প্রথমে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে গ্যাস সংযোগের জন্য প্রয়োজনে জীবন দেবেন বলে বিক্ষোভ করেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ থানা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পুলিশের প্রচেষ্টায় প্রায় আধাঘণ্টা পর মহাসড়ক থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। তবে সড়কের যানজটের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে। থেমে থেমে চলছে যানবাহন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, পিরোজপুর ইউনিয়েনের দুই গ্রামের প্রায় তিন থেকে চার শতাধিক নারী-পুরুষ সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি খারাপ হলে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়। বর্তমানে যানজট কিছুটা সহনীয় পর্যায়ে আছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

এই বিভাগের আরও খবর