chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় নামক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জর চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশে মেঘ ছিল। এর মধ্যেই বকুল মিয়ার ইটভাটায় শ্রমিকরা কাজ করছিলেন। বিকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকানো শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে পাঁচজন মারা যান এবং একজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নিহতরা সকলেই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইল এর পূর্ব পাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটার শ্রমিক।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে জানালেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর