chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃষ্টি ও বজ্রপাতে ভারতে ৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক বছর ধরে বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে ভারতে। জুন থেকে সেপ্টেম্বরের এই সময়টায় ভারতে বর্ষা মৌসুম। এ সময় বজ্রপাতের বিষয়টি লক্ষ্য করা যায়।

গেল ২৪ ঘণ্টায় ভারতের উত্তরাঞ্চলে বজ্রাঘাত ও ভারী বৃষ্টিপাতে কমপক্ষে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে শুধু বজ্রপাতেই প্রাণ হারিয়েছেন ১২ জন।

ভারতের ত্রাণ কমিশনার রনবীর প্রসাদ জানিয়েছেন, উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতে বাড়ি-ধসে কমপক্ষে ২৪ জন মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে গত পাঁচ দিনে বজ্রাপাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে নিজেদের কীভাবে রক্ষা করবে এ বিষয়ে নির্দেশিকা প্রদান করেছে সরকার।

জানা গেছে, গত এক বছরে ভারতে বজ্রপাতের হার বেড়েছে ৩৪ শতাংশ। ফলে মৃত্যুও বাড়ছে। ভারতে প্রতিবছর শুধু বজ্রপাতেই মারা যান আড়াই হাজারের বেশি মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়, জলাশয়ে কমে যাওয়া, দূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়ছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর