chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশকে ৩৩৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

কোভিড-১৯ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার (২০ মে) বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১০ রাষ্ট্রদূতের সাথে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি।

ইইউ রাষ্ট্রদূতদের প্রতিনিধি রেনসে তিরিংক ছাড়াও ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা এ ভিডিও কনফারেন্সে যোগ দেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে ইইউ সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের অবহিত করেন। রাষ্ট্রদূতরা মহামারি সংক্রমণ রোধে সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন এবং চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

রাষ্ট্রদূতরা জানিয়েছেন ইইউ আগামী দিনে বাংলাদেশকে ৩৩৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।

এই বিভাগের আরও খবর