chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সন্ধ্যার পর স্বাভাবিক হবে বিদ্যুৎ বিভ্রাট

ঢাকায় এক ঘণ্টার মধ্যে এবং অন্যান্য বিভাগে সন্ধ্যার পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানান তিনি।

 

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিপুলসংখ্যক মানুষ।

 

বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ ব্যবস্থাপক এ বি এম বদরুদ্দোজা সুমন  বলেন, আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের সময় এই বিপর্যয় ঘটে। ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লার বড় অংশে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

 

তবে ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, ‘কখন বিদ্যুৎ পাব তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। তবে জানতে পারছি বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ’

এই বিভাগের আরও খবর