chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মানুষের বিপদে বিএনপি নেতাকর্মীদের পাওয়া যায় না : তথ্যমন্ত্রী

নৌকাডুবির ঘটনা মির্জা ফখরুল ইসলামের বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে, তিনি এখনও আসেননি, ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন। আমরা এসেছি, আমাদের পর তিনি আসবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা মানবিক সাহায্য দিয়েছি।’

‘অর্থ দিয়ে মানুষের শোক মুছে দেয়া যায় না। আওয়ামী লীগ পঞ্চগড়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আর মির্জা ফখরুল ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন।’

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃত ৬৯ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

রোববার বিকেলে উপজেলার মাড়েয়া বামনপাড়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজতি রায় নন্দি।

তথ্যমন্ত্রী বলেন, ‘অর্থ দিয়ে মানুষের শোক মুছে দেয়া যায় না, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের শোকে শামিল হতে। এটা আওয়ামী লীগের আদর্শ।

‘নৌকাডুবির ঘটনা মির্জা ফখরুল ইসলামের বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে, তিনি এখনও আসেননি, ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন। আমরা এসেছি, আমাদের পর তিনি আসবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা মানবিক সাহায্য দিয়েছি।’

অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ‘আওয়ামী লীগ মানুষকে কখনও বিপদে ঠেলে দেয় না। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব। ঘটনার পর থেকেই সরকারের পক্ষ থেকে সব ধরনের মানবিক সহায়তা দেয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে করতোয়ার আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ হবে। সেতু নির্মাণের বরাদ্দ এরই মধ্যে একনেকে পাস হয়েছে।’

‘এই এলাকার মানুষের প্রতি সেতুটি নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল। আগামী জানুয়ারির মধ্যেই এর নির্মাণকাজ শুরু হবে।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ সৎকারের জন্য ২০ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, রেড ক্রিসেন্ট ইউনিটও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার চৌধুরী , পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক মো. আনোয়ার সাদাৎ সম্রাট, বোদা পৌরসভার মেয়র ওয়াহেদুজ্জামান সুজু।

বোদেশ্বরী মন্দিরে মহালয়া পূজায় যোগ দিতে গিয়ে ২৫ সেপ্টেম্বর বোদার মাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়ার আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

এই বিভাগের আরও খবর