chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফাইভ-জি যুগে পা রাখল ভারত

সবার আগে দক্ষিণ এশিয়ায় ফাইভ জি সেবা চালু করল ভারত।

আজ শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে এই মোবাইল প্রযুক্তি উদ্ধোধন করেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনই পুরো ভারতে এই সেবা পাওয়া যাবে না।  প্রাথমিকভাবে ভারতের আটটি শহরে চালু হয়েছে ফাইভ-জি পরিসেবা।

ভারতের টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইসহ কয়েকটি শহরে মিলবে ফাইভ জি পরিষেবা।

সংশ্লিষ্টরা বলছেন, আস্তে আস্তে আগামী ছয়মাসের ভিতর ২০০ বেশি শহরে ও  দুই বছরের মধ্যে সারা ভারতে এই সেবা চালু করা হবে। ভারতের এক-তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে।