chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেন ছাড়লো আরও এক শস্যবাহী জাহাজ

ডেস্ক নিউজ: শস্যবাহী আরও একটি জাহাজ ইউক্রেনের চরনোমোরস্ক বন্দর ছেড়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে এ পর্যন্ত মোট ২৫টি শস্যবাহী জাহাজ ছেড়ে গেছে।

ভুট্টা বোঝাই বেলিজ-পতাকাধারী আই মারিয়া জাহাজটি চরনোমোরস্ক বন্দর ছেড়ে গেছে। শস্যবাহী আরও চারটি জাহাজের ইউক্রেন ছাড়ার কথা রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত এখনও অব্যাহত রয়েছে। এদিকে ইউক্রেনে যুদ্ধ-সংঘাতের কারণে বিপুল পরিমাণ শস্য দেশটিতে আটকা পড়েছে। যদিও সাম্প্রতিক সময়ে তুরস্কের উদ্যোগে দেশটি থেকে বেশ কিছু শস্য বোঝাই জাহাজ অন্য দেশের উদ্দেশে ছেড়ে গেছে।

মআ/চখ

 

 

 

 

এই বিভাগের আরও খবর