chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরীক্ষামূলক টিকাদানে উচ্ছ্বসিত প্রাথমিকের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থীদের) পর্যবেক্ষণমূলক টিকা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজ।

এ কর্মসূচিতে টিকা নিতে শিশুদর ভয়হীন এবং খুবই উচ্ছ্বসিত দেখা গেছে। অভিভাবকরা বলছেন, শিশুদের এই টিকা সবার আগে দিতে পেরে তাদেরও ভালো লাগছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমে টিকা নিবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৬ শিক্ষার্থী।

অনুভূতি জানতে চাইলে বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার বলে, স্কুলের বান্ধবীদের সঙ্গে টিকা নিতে এসেছি। খুবই ভালো লাগছে। ‘ভয় লাগছে কি না’ জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, কোন রকম ভয় লাগছে না। টিকা নিলে কিছুই হয় না।

সানজিদা বলে, টিকা নিলে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়, করোনা হয় না। আর টিকা না নিলে করোনা হলে মানুষ বেশি অসুস্থ হয়, এমনকি মারাও যেতে পারে। তৃতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী শামীমা সিদ্দিকা তাসিন বলে, টিকা নিতে কোন ভয় লাগছে না। আম্মু আমার সঙ্গে এসেছে। বলেছে টিকা নিলে কোন ভয় নেই।

কেন টিকা নিতে চাও জানতে চাইলে এই ক্ষুদে শিক্ষার্থী বলে, টিকা নিলে করোনা থেকে ভালো থাকা যায়। তাই আমি এই ভাইরাস থেকে সুরক্ষা নেওয়ার জন্য টিকা নিতে এসেছি।

মআ/চখ

এই বিভাগের আরও খবর