chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপি কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মুক্তিযোদ্ধা সংসদ

নিজস্ব প্রতিবেদকঃ নবাগত সিএমপি কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নগর মুক্তিযোদ্ধা সংসদ ।

বৃহস্পতিবার ২১ জুলাই  দুপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ সংসদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর নেতৃবৃন্দ।

এসময়  সিএমপি কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা এয়ার মোহাম্মদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মজুমদার, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি ও মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমূখ।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার কারণে আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। এ দেশ স্বাধীন না হলে আমারা আজ এ পর্যায়ে আসতে পারতাম না। তাই বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবেনা। যতদিন বেঁচে থাকবো ততদিন মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তস্থলে ধারণ করবো।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে সতর্ক থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলসহ বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সবাইকে সামিল হতে হবে।

 

ইসলাম মাহমুদ/চখ

এই বিভাগের আরও খবর