chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৯১৫ মেগাওয়াট লোডশেডিং সারাদেশে

ডেস্ক নিউজ: বিদ্যুতের সংকট মোকাবিলায় অপচয় রোধ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, প্রথম দিনের শিডিউল লোডশেডিংয়ে সারাদেশে ১ হাজার ৯১৫ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং হয়েছে

বুধবার (২০ জুলাই) সকালে পিডিবির জনসংযোগ বিভাগের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পরিচালক শামীম হাসান বলেন, প্রতিদিন একই পরিমাণে লোডশেডিং হবে বিষয়টা এমন নয়। আমাদের পরিস্থিতি বুঝে কম বেশি করার প্রয়োজনও হতে পারে। যতটুকু লোডশেডিং হবে, আমরা ততটুকুকেই সাশ্রয় হিসেবে ধরবো।

পিডিবি সূত্রে জানা গেছে, লোডশেডিংয়ের প্রথম দিন ১৪ হাজার ৪০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১২ হাজার ৪৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান মেটাতে এক হাজার ৯১৫ মেগাওয়াট লোডশেডিং করার পরিকল্পনা ছিল। যেটি বাস্তবায়ন হয়েছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর