chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভিআইপি সড়কে খানা খন্দক

টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরে সড়কগুলোর বেহাল অবস্থা। খানা খন্দক ও ভাঙ্গাচূড়া রাস্তা দিয়েই চলছে হাজারো পরিবহন ।

ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর বন্দরটিলা এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী
ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর ইপিজেড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী

এ অবস্থায় রাস্তায় চলাচল করতে সাধারণ মানুষের যেমন চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, তেমনি যানবাহন চালকদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ।

ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর সিমেন্টক্রসিং এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী
ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর বন্দরটিলা এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী

ভাঙ্গা-চোরা রাস্তা দেখে গ্রামের কোন সড়ক মনে হলেও এটি আদতে বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত

ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর ইপিজেড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী
ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর ইপিজেড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী

পর্যন্ত প্রায় সতেরো কিলোমিটারের দীর্ঘ রাস্তা।  যে রাস্তাতে প্রতিনিয়ত ভিআইপিদের যাতায়াত হয়। 

ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর ইপিজেড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী
ভিআইপি সড়কে খানা খন্দক
ছবিটি নগরীর ইপিজেড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম. ফয়সাল এলাহী

এর মধ্যে এক কিলোমিটার অংশই (সড়কের দুই পাশ) টানা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর