chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘন্টায় শনাক্ত ৩৫৭

জাতীয় ডেস্ক : দেশে হু হু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সবশেষ ২৪ ঘন্টায় ৩৫৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন বুধবার ২৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

তবে স্বস্থির বিষয় হচ্ছে আজও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি সারদেশে। এ নিয়ে টানা ১৭ দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ।

এর আগে গত ৩০ মে করোনায় একজনের মৃত্যু হয়েছিলো। এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর কোনো খবর আসেনি। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৬ হাজার ২২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর