chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শয্যা বাড়লো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে।আগের ১ হাজার ৩১৩ শয্যা থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ শয্যাতে উন্নীত হতে যাচ্ছে বৃহত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসার প্রাণকেন্দ্র এই হাসপাতাল।

মঙ্গলবার (১৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের এই পরিকল্পনার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজাফ ৩১৩ শয্যা হতে ২ হাজাদ ২০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালু করতে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হল। তবে শর্ত থাকে যে, এ সংক্রান্ত সকল বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন অবশ্যই পালন করতে হবে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক এ চিঠির অপেক্ষায় ছিলাম। অবশেষে আমরা ১ হাজার ৩১৩ শয্যা থেকে ২ হাজার ২০০ শয্যার হাসপাতাল পেতে যাচ্ছি। আশা করছি চিকিৎসা সেবা ও লোকবল দুটোই বাড়বে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর