chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ড বিস্ফোরণ: আরেক ফায়ারম্যানের মৃত্যু

ডেস্ক নিউজ:  চট্টগ্রাম সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণের ঘটনায় আর এক ফায়ারম্যানের মৃত্যু হয়েছে। নিহত ওই ফায়ারম্যান গাউসুল আজম (২৩)। এ নিয়ে ফায়ার সার্ভিসের  মোট ১০ কর্মীর মৃত্যু হলো।

রবিবার (১২ জুন) ভোর ৩টার দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

নিহত ওই ফায়ারম্যান যশোরের মনিরামপুরের খাটুয়াডাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে। সীতাকুণ্ডের ডিপোতে আগুনের ঘটনায় তার শরীরের ৭৫ ভাগ পুড়ে যায়। নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। সেখানে লাইফসাপোর্টে রাখা হয়।

ইনস্টিটিউট প্রধান সামন্ত লাল সেনের তত্ত্বাবধায়নে চলতে থাকে চিকিৎসা। অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান গাউসুল আজম।

নচ/চখ

এই বিভাগের আরও খবর