chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ড বিস্ফোরণ: পরিচয় মিলেছে ২৩ জনের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে সিআইডি।   

সোমবার (৬ জুন) সকাল পর্যন্ত অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জনের মধ্যে ২২ জনের লাশ যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

শনাক্ত হওয়া নিহতরা হলেন, ফায়ার সার্ভিসে নার্সিং অ্যাসিসটেন্ট কুমিল্লা নাঙ্গলকোট এলাকার মনিরুজ্জামান। ভোলার দক্ষিণ বালিয়ারা এলাকার হাবিবুর রহমান, প্রাণ গ্রুপের কর্মচারী ও বাঁশখালি উপজেলার বাসিন্দা রবিউল আলম, বাঁশখালী উপজেলার চনুয়া এলাকার মুমিনুল হক, একই উপজেলার মহিউদ্দিন, তোফায়েল আহমেদ, রিদোয়ান, ফায়ার সার্ভিসকর্মী ও নোয়াখালীর চাটখিল বানসা এলাকার আলাউদ্দিন, নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মো. সুমন, যশোর এলাকার ইব্রাহীম হোসেন, বিএম ডিপোর ডেস্ক এক্সিকিউটিভ ও ফেনীর দাগনভুঁইয়া উপজেলার শাহাদাত উল্লাহ মজুমদার, সীতাকুণ্ড উপজেলা এলাকার আফজাল হোসেন, ফিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মো. ফারুক, চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার মো. হারুন, সিলেটের মৌলভীবাজারের মো. নয়ন, মীরসরাইয়ের শাহাদাত হোসন, ফায়ার সার্ভিস সদস্য নিপন চাকমা, রানা মিয়া ও শাকিল তরফদার, সালাউদ্দিন কাদের চৌধুরী, বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউনিয়নের নাজিম উদ্দিন রুবেল। এছাড়া রমজান আলী, তৌহিদ হোসেনের নাম জানা গেলেও জানা যায়নি ঠিকানা।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর