chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এক ব্যবসায়ীর গুদামে ১৫ হাজার লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাহাড়তলী বাজারে এক ব্যবসায়ীর গুদামে মজুত অবস্থায় ১৫ হাজার লিটারের বেশি বোতলজাত সয়াবিন তেল পেয়েছে ভোক্তা অধিদপ্তর।

সোমবার (৯ মে) দুপুর ১২ টায় অভিযান চালিয়ে কর্মকর্তারা মজুত করা এসব তেল জব্দ করে। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের জেরে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোক্তা অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক আনিছুর রহমান। তিনি বলেন, কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে অধীক মুনাফা লাভের আশায় সিরাজ স্টোরের তিনটি গুদামে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে বসুন্ধরা ব্র্যান্ডের ১৫ হাজার লিটারের বেশি সয়াবিন তেল পাওয়া গেছে। এর পাশাপাষি বিভিন্ন অনিয়মরে কারণে ওই ব্যবসায়ীকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান এখনও চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানাতে পারব।

এর আগে গতকাল নগরীর ষোলশহর এলাকায় কর্ণফুলী মার্কেটের একটি দোকানের মেঝের নিচে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ১ হাজার ৫০ বোতলজাত সয়াবিন উদ্ধার করা হয়েছিল।

 

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর