chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে আগুনে পুড়ল ২ বসতঘর

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলা পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ড সালাম সওদাগরের দোকানের পাশে মো. আলীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার সময় আগুন লাগার খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এর আগেই রহমত আলী ওরফে বল্লা ও মুহাম্মদ আলীর কাচা বসতঘর পুড়ে ছাই। সর্বনাশা আগুনে ভস্মিভুত হয়েছে দুই ঘরে রক্ষিত থাকা নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল ও দামী আববাবপত্র।

রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান জানান, ইফতারের সময় হঠাৎ করে দাউদাউ করে জ্বলে উঠে মো. আলীর বাড়িতে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের রহমত আলীর বাড়িতে।

রাউজান ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুজনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই ঘরে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থরা।

তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলেন, রান্না ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি এ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর