chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং-জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম মহানগরীতে মাসব্যাপী বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৩ এপ্রিল) নগরীর সদরঘাট, কোতোয়ালি, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের চার ম্যাজিস্ট্রেট।

নিত্য প্রয়োজনীয় পণ্যে নিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে দিনব্যাপী এসব অভিযানের নের্তৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম, হিমাদ্রি খীসা, সুবল চাকমা ও হুছাইন মুহাম্মদ।

অভিযানকালে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয়।

পণ্যের মূল্যতালিকা না টাঙানোসহ অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে বিভিন্ন দোকানদারের কাছ থেকে মোট ১৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া প্রথমবারের মত ব্যবসায়িদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর