chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা পরিস্থিতি নিয়ে ছোট পরিসরে মন্ত্রিসভা বৈঠক আগামীকাল

দেশব্যাপী সাধারণ ছুটি চললেও আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। করোনা পরিস্থিতিতে পরপর দুই সপ্তাহ মন্ত্রিসভা বৈঠক না হওয়ার পর তৃতীয় সপ্তাহে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এ বৈঠক বসতে যাচ্ছে । একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর বরাতে এ তথ্য জানা গেছে।

সোমবারের ( ৬ এপ্রিল ) বৈঠকে আট থেকে দশ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর বাস ভবন গণভবনে ।

সংশ্লিষ্ট সুত্রে খবর নিয়ে জানা গেছে, মন্ত্রিসভার আলোচ্যসূচীতে করোনা ইস্যু আলাদাভবে অন্তর্ভূক্ত করা হয়নি। পূর্বের মন্ত্রিসভা বৈঠকগুলোর মতো করোনা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হবে। তাই এটিকে এজেন্ডার আলদা ইস্যু হিসেবে রাখা হয়নি। তবে একাধিক খসড়া আইন মন্ত্রিসভার অনুমোদনের জন্য উঠানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আগের মতো সাংবাদিকদের ব্রিফ করবেন না। বৈঠকের সিদ্ধান্তগুলো সরকারি গণমাধ্যম ও ইমেলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর