chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার শবেবরাতের নামাজ নিজ নিজ ঘরে পড়ার আহ্বান

দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই ইসলামী ফাউন্ডেশন আদেশ অনুযায়ী আগামী ৯ এপ্রিল পবিত্র শবেবরাতের রাতে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসা-বাড়িতে নামাজ আদায়সহ দোয়া করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে গতকাল শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাপরিচালক আনিস মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব ধরনের জনসমাগমসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে মুসল্লিদের নিজ নিজ বাসস্থানে পবিত্র শবেবরাতের ইবাদত বন্দেগী করতে আহ্বান জানানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর