chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে আরও ৩ লাখ ৮২ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: থামছে না করোনার তাণ্ডব। বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮১ হাজার ৭১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখ ২৩ হাজার ১৪৯ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে মারা গেছেন ৬ হাজার ১৪১ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ২৮ হাজার ৯১০ জনে ঠেকেছে।

এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৬ লাখ ১৯ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৭১ হাজার রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ২০ হাজার ৩০৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৪৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৪৯ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজার ৯৫০ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫২ লাখ ৭৪ হাজার ৮১৭ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৮৮ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৪ লাখ ৩০ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৬৩৫ জন।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম ওঠা ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১০ লাখ ৩০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৪ হাজার ২১০ জনের।

বাংলাদেশের মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন। এরমধ্যে ৩ লাখ ৭ হাজার ১৪১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬৯৯ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর