chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেড়েছে মাছের দাম, স্থিতিশীল সবজি-ডিম-মুরগির বাজার

সপ্তাহের ব্যবধানে উর্ধ্বমুখী মাছ ও সবজির বাজার।গত সপ্তাহের চেয়ে ১৫-২০ টাকা বেড়েছে মাছের দাম। বিশেষ করে স্বাদু পানির মাছ।স্বাভাবিক আছে  সবজি, মুরগি ও ডিমের দাম। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)নগরীর আগ্রাবাদ চৌমুহনী কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

গত সপ্তাহের চেয়ে কেজি ১৫-২০ টাকা বেড়ে প্রতি  কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, কাতলা প্রতি কেজি ৩৬০ টাকা, দেশী কই প্রতি কেজি ৬০০ টাকা, বিগহেড প্রতি কেজি ২৫০ টাকা, সিলাভার কার্প প্রতি কেজি ১৬০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ১৬০ টাকা, মলা প্রতি কেজি ৪০০ টাকা, কার্পিও প্রতি কেজি  ২০০ টাকা, ইলিশ ৮০০ টাকা রূপচাঁদা ৫০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ১৩০০ টাকা এবং আগের দামে পাঙাস প্রতিকেজি ১৪০ টাকা।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর জানান, আগামী সপ্তাহের চেয়ে দাম কিছুটা বেড়েছে।দাম আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছন।

কয়েকটি সবজি ছাড়া স্বাভাবিক আছে সবজির দাম। ১৫ টাকা বেড়ে পেঁপে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫-৫০ টাকায়, ১০ টাকা বেড়ে মরিচ বিক্রি হছে প্রতিকেজি ৫০ টাকা, ঢেড়শ প্রতিকেজি ১০ টাকা, আগের দামে করলা বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকা, শালকম প্রতি কেজি ৩০ টাকা, শসা প্রতিকেজি ৪০ টাকা, ২০ টাকা কমে বরবটি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকা, শিমের বিচি প্রতিকেজি ৮০ টাকা, শিম প্রতিকেজি ২০ টাকা, ক্ষীরা প্রতিকেজি ২৫ টাকা, গাজর প্রতিকেজি ৩০ টাকা, টমেটো প্রতিকেজি ৩০ টাকা, ফুলকপি প্রতিকেজি ২৫ টাকা, বেগুন প্রতিকেজি ৩৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৩০ টাকা, লাউ প্রতিকেজি ২০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, আলু প্রতিকেজি ২০ টাকা, ধনিয়াপাতা প্রতিকেজি ৬০ টাকা, পেঁয়াজ পাতা প্রতিকেজি ৩০ টাকা।সবজি

বিক্রেতা সুজন জানান, সরবরাহ থাকায় দাম স্বাভাবিক আছে সবজির দাম। তবে মৌসুমের শেষ দিকে হওয়ায় সামনে বাড়তে পারে।

২০-৩০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫৮০ থেকে ৬৮০ টাকা।খাসির মাংস প্রতিকেজি ৮৫০ টাকা এবং বকরির মাংস প্রতিকেজি ৮০০ টাকা।

স্বাভাবিক দামে ব্রয়লার মুরগি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১৫-১২০ টাকায়, সোনালি মুরগি প্রতিকেজি ২০০ টাকা এবং দেশি মুরগি প্রতিকেজি ৪০০ টাকা।

আগের দামে হচ্ছে প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা, মুরগির ডিম প্রতি ডজন ৯০ টাকা এবং কোয়েল পাখির ডিম প্রতি প্যাকেট (২৫ টি) ৭০ টাকা।

এই বিভাগের আরও খবর