chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এইচএসসি’র তৃতীয় দিনে অনুপস্থিত ১৩৯০ জন, বহিস্কৃত ২

নিজস্ব প্রতিবেদক:সারা দেশের ন্যায় চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। নির্ধারিত সূচির তৃতীয় দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ১ হাজার ৩৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেনি। অনুপস্থিতির হার ১ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া খাগড়াছড়ি জেলার মহালছড়িতে দু জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বেলা ১১ টায় যথারীতি পরীক্ষা শুরু হয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বহিষ্কৃত শিক্ষার্থীর মধ্যে একজন ব্যবসায় শিক্ষা এবং অপর জন মানবিক বিভাগের ছাত্রী। অপরদিকে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ১১১ টি কেন্দ্রে ৮৭ হাজার ৮৬১ জন পরীক্ষার্থী ছিলেন।

 

এর মধ্যে চট্টগ্রামে ৬৫ হাজার ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ২২২ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১ হাজার ১১ জন। কক্সবাজার জেলায় ১০ হাজার ৪৫৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২৫৭ জন। অনুপস্থিত ছিল ১৯৯ জন।
রাঙ্গামাটি জেলায় ৪ হাজার ৬১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪ হাজার ৫৫৫ জন। উপস্থিত ছিলেন না ৬০ জন।

এছাড়া খাগড়াছড়ি ২ হাজারা ৬৫৮ জনের মধ্যে পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৬০১ জন। পরীক্ষা দেয়নি ৫৭ জন। বান্দরবনের ২ হাজার ৬৫৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৬০১ জন। অনুপস্থিত ছিলেন ৫৭ জন পরীক্ষার্থী।

 

আরকে/

এই বিভাগের আরও খবর