chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এইচএসসি দ্বিতীয় দিনে অনুপস্থিতি প্রায় ২ শতাংশ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সম্প্রন্ন হয়েছে। এবারের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১১১টি কেন্দ্রে ৮৭ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী রয়েছেন। তবে ১ হাজার ৬৭১ শিক্ষার্থী পরীক্ষায় বসেননি। এছাড়া চট্টগ্রাম জেলায় সাত জনকে শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৯০ শতাংশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় যথারীতি পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় ৬৮ টি পরীক্ষা কেন্দ্রের রয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ২৩৩ জনের মধ্যে ৬৩ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী অংশ নেন।  বহিস্কৃত পরিদর্শকের সংখ্যা ৮ জন। কক্সবাজার জেলার ১৮ টি কেন্দ্রের ১০ জাহার ৪৫১ শিক্ষার্থীরা মধ্যে ১০ হাজার ২৫৮ জন উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলার ১০ টি কেন্দ্রের ৪ হাজার ৬১৫ জনের মধ্যে উপস্থিতির সংখ্যা ৪ হাজার ৫৫৪ জন।  খাগড়াছড়ির ৯ টি কেন্দ্রের ৪ হাজার ৯০৫ জনের শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮৪০ জন উপস্থিত ছিল। অপরদিকে বান্দরবানের ৬ টি কেন্দ্রের ২ হাজার ৬৫৭ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৬০১ জন।

চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বিতীয় দিনের মতো এইটএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁসসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, গেল রোববার সারাদেশের ন্যায় চট্টগ্রামেও একযোগে শুরু হয়েছে এইচএসি পরীক্ষা।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর