chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের অপর দুই দল হলো পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। বুধবার উন্মোচন করা হলো এই সিরিজের ট্রফি।

সিরিজটি নাম রাখা হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টিআই সিরিজ’।

ট্রফি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও বাংলাদেশের নুরুল হাসান সোহান। অধিনায়ক সাকিব আল হাসান এখনো দলের সঙ্গে যোগ না দেওয়ায় বাংলাদেশ দলের পক্ষে সোহান উপস্থিত হয়েছিলেন।

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএলে) থেকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বাদ পড়ায় আশা করা হচ্ছিল নিউজিল্যান্ড সফরে একটু আগেভাগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন সাকিব। তবে সেটি আর হলো না। অধিনায়ক ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছবেনই ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ ৬ অক্টোবর।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

এই বিভাগের আরও খবর