chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জালাল হত্যা- দুইজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: নগরীর ডবলমুরিংয়ে জালাল উদ্দীন সুলতান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩১ জুলাই) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল ভূঁঞার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি নোমান চৌধুরী বলেন, আদালত কামাল হোসেন ও রাসেল নামে দুজনকে মৃত্যুদণ্ড এবং লিলু আক্তার ও মোছা. সুরমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪ জনের মধ্যে আসামি লিলু জামিন নিয়ে পলাতক রয়েছেন। আর বাকিরা কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত ২০১৬ সালের ২০ অক্টোবর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনীর উত্তর গেট থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুলতানের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার ছেলে ডবলমুরিং হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ মে পুলিশ। আদালতে অভিযোগ পত্র জমা দেয়। একই বছরের ৯ সেপ্টেম্বর চার্জগঠন করা হয়। ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এমএইচকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর