chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬০৮টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ। মৃত্যু হয়েছে একজনের।

সোমবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩ জন। নমুনাসংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জনে।

শনাক্তদের মধ্যে ৮২ জন নগরের এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১ জন, অ্যান্টিজেন টেস্টে ৫জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ৭ জন, আরটিআরএল ল্যাবে ৪ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৯ জন, ল্যাব এইডের ল্যাবে ১ জন, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে ২১ জন এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

নচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর