chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ২ লাখ ৯৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে ঢাকা সিটির চারজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৫২৬ জন রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। মারা গেছেন ৯৭৫ জন।এর মধ্যে ঢাকা সিটির ৬৩১ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৪৪ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর