chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে করোনাক্রান্ত ৫০ হাজার ছাড়াল

বুধবার (৬ মে) পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত তিনদিনের ব্যবধানে ১০ হাজার মানুষের দেহে ভাইরাসটি চিহ্নিত হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৫৪৫ জন, যাদের বেশিরভাগই মহারাষ্ট্রের বাসিন্দা। আর সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৫০ জন।

আক্রান্তদের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই ১৬ হাজার ৭৫৮ জন, যার মধ্যে বুধবারই ১ হাজার ২৩৩ জন সংক্রমিত হয়েছেন। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের আক্রান্ত ১০ হাজার ৭১৪ জন।

দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় গুজরাট। সেখানে এখন পর্যন্ত করোনার কবলে পড়েছেন ৬ হাজার ২শ জনের বেশি। এরপরই রাজধানী দিল্লি। যেখানে অন্তত ৫ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়েছে।

মার্চে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, ২৫ মার্চ কেন্দ্রের তরফে লকডাউন জারির আগেই একের পর এক রাজ্য লকডাউনের ঘোষণা করে। যা এখন পর্যন্ত দুই ধাপে বৃদ্ধি করা হয়েছে।

দ্বিতীয় দফার জারি করা লকডাউন চলবে আগামী ১৭ মে পর্যন্ত। যদিও গত সোমবার থেকে দেশটির কম সংক্রমিত এবং যেসব এলাকায় সংক্রমণ নেই সেসব এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে।

এই বিভাগের আরও খবর