chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডিজনিতে মুক্তি পাচ্ছে ভারতের প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’

ডেস্ক নিউজ: আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। বিগত পাঁচ বছর আগে শ্যুটিং শুরু হয়ে চলতি বছরে শেষ হয় ছবিটির কাজ। আর এ ছবিটি  ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স তার গ্লোবাল থিয়েটার রিলিজ স্লেটে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব’ মুক্তি দিতে যাচ্ছে। এই প্রথম কোনো ভারতীয় সিনেমা বিশ্বজুড়ে জনপ্রিয় প্লাটফর্মটি থেকে মুক্তি পাচ্ছে।

এছাড়াও বিগ-বাজেট উদ্যোগের মোশন পোস্টারের পাশাপাশি সিনেমাটির প্রথম গান ‘কেশরিয়ার’ টিজারও বেশ সাড়া ফেলেছে। চারপাশের ভক্ত এবং দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া জানান দিচ্ছে সিনেমাটি মুক্তির আগেই ঝড় তুলেছে।

ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সএর মালিকানাধীনফক্স স্টার স্টুডিওস দ্বারা উৎপাদিত এবং ধর্মা প্রোডাকশনস দ্বারা প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে।

আগামী ৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দেখা যাবে এ ছবি। রণবীর, আলিয়া ছাড়াও সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রয় এবং নাগার্জুন আক্কিনেনিকে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর