chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের তত্ত্বাবধানে নগরে প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

এরপর একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ’র পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।

নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে নামাজ আদায়ের জন্য বিভিন্ন এলাকার মুসল্লিরা ভোর থেকে জায়নামাজ হাতে আসতে শুরু করেন মুসল্লিরা। করোনার সংক্রমণ কমে আসায় ২ বছর পর এবার তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। জামাতে চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন

নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে সিএমপির ব্যবস্থাপনায় ঈদ জামাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিও করা হয়।

ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

একই সময়ে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহ— নগরের প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসা ময়দান, চালিতাতলী ঈদগাহ ময়দান, চমেক ময়দান, পলোগ্রাউন্ড মাঠ ময়দান, আমানত খাঁন (র.) দরগাহ মসজিদ, বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, ধনিয়ালা পাড়া জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ী নজু মিয়া সওদাগর জুমা মসজিদ, ষ্ট্র্যান্ড রোড খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ মসজিদ ঈদগাহ ময়দান, চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদ্রাসা, আল আমিন বাড়িয়া মাদ্রাসা ঈদগাহ্ ময়দান, জাম্বুরী ময়দান ঈদ জামাত, বন্দর স্টেডিয়াম ময়দান, বোলোয়ার খান জামে মসজিদ, সিডিএ কলোনি জুমা মসজিদ, কদম মোবারক শাহী জামে মসজিদ, দেওয়ান হাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান, ঘাটফরহাদবেগ আতরজান বিবি মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর