chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সন্দীপের গুপ্তছড়া ঘাটে স্পিড বোট ডুবে নিখোঁজ যাত্রী

নিজস্ব প্রতিবেদক: কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাট এলাকায় একটি স্পিড বোড বোল্ট ডুবে গিয়ে বেশ কয়েকজ যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে  নিখোঁজদের বিষয়ে বিস্থারিত কিছু জানাতে পারেননি উদ্ধার অভিয়ান চালানো  কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার (২০ এপ্রিল) সকালে সন্দীপ উপজেলার কুমিরা-গুপ্তছড়া ঘাট এলাকায় স্পিড বোডটি দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের মিডিয়া  কর্মকর্তা লেফটেন্যান্ট এম তাহসিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কিছু স্থানে

এমন ঘটনা ঘটেছে।  আমাদের কাছে তথ্য  আসা শুরু হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করছি। এসব ঘটনার পর কোস্টেোর্ডর উদ্ধার টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে। তবে এ মূহুর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।

এর আগে শনিবার (১৬ এপ্রিল) সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচরের ১২ নটিক্যাল মাইল দূরে সজল তন্ময়-২ নামে একটি লাইটারেজ জাহাজ যুবে যায়। পরে ওই জাহাজের ১১ জন নাবিককে পরে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর