chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কৃষি জমি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

চট্টলার ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহার করা এক্সকেভেটরটি জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাতে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীর পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

চন্দ্রনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। কিন্তু আইন অমান্য করে অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে তুলছে। ফলে ফসলি জমি বিনষ্ট করছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।  এসব কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনা হবে।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর