chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রক্তের ওপর দিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ করতে হবে

চট্টলার ডেস্ক:চট্টগ্রামের ‘ফুসফুস খ্যাত’ সিআরবিতে হাসপাতালে নির্মাণ করতে হলে জনগণের রক্তের ওপর দিয়ে করতে হবে বলে জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার (২৭ মার্চ) বিকেলে সিআরবি চত্বরে বেসরকারি হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে নাগরিক সমাজ-চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামে হাসপাতাল করার মতো জায়গার অভাব নেই। সাবেক হাজী ক্যাম্পসহ অন্য যে কোনো স্থানে হাসপাতাল করলে কারো আপত্তি থাকবে না। চট্টগ্রামের মানুষ প্রয়োজনে রক্ত দিয়ে সিআরবি রক্ষা করবে। আগামী সংসদ অধিবেশনে সিআরবি রক্ষার দাবি উত্থাপন করবো। এর আগে প্রধানমন্ত্রীর কাছে এর অসঙ্গতি তুলে ধরব।

নাগরিক সমাজ চট্টগ্রামের কো- চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, মহানগর আ. লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, স্থপতি জেরিনা হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সীমান্ত তালুকদার, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জকিরিয়া দস্তগীরসহ প্রমুখ।

আরকে/

এই বিভাগের আরও খবর