chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরীমণি আহত হয়ে হাসপাতালে

বিনোদন ডেস্কঃ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। নায়িকা নিজেই রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘণ্টাখানেক আগে পরীমণির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন ‘দুর্ঘটনা’। ছবিতে পরীর হাতে দেখা যায় স্যালাইন দেওয়ার সুঁই (ক্যানোলা)। তবে নায়িকা কীভাবে আহত হয়েছেন? তার কী হয়েছে? সেটার বিস্তারিত এখনো জানা যায়নি।

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমণি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। এই সিনেমার কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েন এবং ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন। পরীমণি এখন অন্তঃসত্ত্বা। প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তিনি।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর