chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিজু আহমেদকে আজ হারানোর পাঁচ বছর

ডেস্ক নিউজ:বাংলা চলচ্চিত্রের অন্যতম ভার্সেটাইল অভিনেতা মিজু আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদ। ২০১৭ সালের ২৭ মার্চ ঢাকা থেকে ট্রেনে করে সিনেমার শুটিংয়ের জন্য দিনাজপুরে যাচ্ছিলেন। বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্টেশনে নামানো হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলচ্চিত্রের মিজু আহমেদের প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশবকাল থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন।

১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছরের মধ্যে নিজেকে সেরা খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস মুভিজ’র ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। অসাধারণ অভিনয়ের সুবাদে ১৯৯২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

মআ/চখ

এই বিভাগের আরও খবর